মরদেহটি বর্তমানে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের অধীনে রয়েছে
লিবিয়ায় জাহাঙ্গীর আলম (২০) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
নিহত জাহাঙ্গীর আলম সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের আদিনাবাদ কোনাগ্রামের বাসিন্দা। তার বাবা সৌদিআরব প্রবাসী কয়ছর আলী। নিহত জাহাঙ্গীর ওয়ার্কিং (শ্রমিক) ভিসায় লিবিয়ায় গিয়েছিল।
গত ২১ সেপ্টেম্বর এ ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন নিহতের চাচা ছনু মিয়া।
ছনু মিয়া বলেন, জাহাঙ্গীর ৩ বছর ধরে লিবিয়ায় অবস্থান করছিল। ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় আমরা লিবিয়ায় বসবাসরত পরিচিতদের কাছ থেকে তার মৃত্যুর খবর পাই। তার মরদেহটি বর্তমানে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের অধীনে রয়েছে। আমরা বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে তার মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা করছি।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব বলেন, “এ বিষয়ে সরকারিভাবে আমাদেরকে কিছুই অবহিত করা হয়নি। তবে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে।”
মতামত দিন