ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ২৮ হাজার ১৬৮ জনের মধ্যে পাস করেছেন ৪ হাজার ৩৬২ জন
২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৮৪.৫১ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৮ হাজার ১৬৮ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে নৈর্ব্যক্তিকে উত্তীর্ণ ৬ হাজার ৮০২ জন শিক্ষার্থীর লিখিত অংশের খাতা দেখা হয়৷ লিখিত ও নৈর্ব্যক্তিক অংশে সমন্বিতভাবে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৩৬২ জন৷
যেভাবে ফল জানা যাবে
পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের তারিখ এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে পরীক্ষার ফল জানা যাবে।
এছাড়া, আবেদনকারীরা যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU GA টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানতে পারবেন।
মতামত দিন