দুর্ঘটনায় ফখরুলের রক্তক্ষরণ ও ব্লাড সুগার কমে যাওয়ায় তিনি অসুস্থবোধ করেন
রংপুর-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ করতে গিয়ে এক দুর্ঘটনায় হাত কেটে গেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
সোমবার (৩০ সেপ্টেম্বর) আসনটিতে বিএনপির প্রার্থী রিটা রহমানের পক্ষে রংপুর শহরে একটি ট্রাকে করে গণসংযোগ চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ফখরুলের রক্তক্ষরণ ও ব্লাড সুগার কমে যাওয়ায় তিনি অসুস্থবোধ করেন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফরসঙ্গী বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাচনি গণসংযোগের সময় চলন্ত ট্রাকে স্লোগান দেওয়া হচ্ছিল। সে সময়ে চালক হঠাৎ ব্রেক করলে ভারসাম্যের জন্য ট্রাকের একটি অংশ ধরতে গিয়ে মহাসচিবের বাম হাত কেটে যায়। ডায়াবেটিস থাকায় এই রক্তক্ষরণে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় প্রাইম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নেন।
মতামত দিন