বুধবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে সুরমা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যান তিনি
সিলেটের কানাইঘাট উপজেলায় মাছ ধরতে গিয়ে হাবিবুর রহমান (৩৫) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত হাবিব কানাইঘাট উপজেলার দর্জিমাটি গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সুরমা নদীতে এ ঘটনা ঘটে। কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে সুরমা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যান হাবিব। মাছ ধরার জন্য ডুব দিলে তার পায়ে দড়ি পেচায়। একপর্যায়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিনি। খবর পেয়ে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
পারিবারিক সূত্র জানায়, প্রবাসী হাবিব দুই মাসের ছুটি কিছুদিন পূর্বে বাড়িতে আসেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।
মতামত দিন