রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে গ্রেফতার হন সম্রাট ও তার সহযোগী আরমান আলী
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের কাকরাইলের কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ১ হাজার ১৬০টি ইয়াবা, একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি ও ক্যাঙারুর চামড়া উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৬ অক্টোবর) দুপুর সোয়া ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই কার্যালয়ে সম্রাটকে নিয়ে অভিযান চালায় র্যাব।
র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।
সম্রাটের কাকরাইলের কার্যালয়ে অভিযান চালিয়ে রোববার ক্যাঙারুর চামড়া উদ্ধার করে র্যাব। ছবি : মেহেদি হাসান/ঢাকা ট্রিবিউন এর আগে রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে গ্রেফতার হন সম্রাট ও তার সহযোগী আরমান আলী। পরে সম্রাটকে সঙ্গে নিয়ে দুপুরে তার ঢাকার কাকরাইল কার্যালয়ে অভিযান শুরু করা হয়।
একই সময় সম্রাটের ভাইয়ের শান্তিনগরের বাসা ও সম্রাটের মহাখালীর বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
মতামত দিন