রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে গ্রেফতার হন সম্রাট ও তার সহযোগী আরমান আলী
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমান আলীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (৭ অক্টোবর) রাজধানীর রমনা থানায় মামলা দুটি দায়ের করা হয়।
পুলিশ জানায়, সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে। অপর দিকে আরমানের বিরুদ্ধে শুধু মাদক আইনে মামলা করা হয়।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (৬ অক্টোবর) বন্যপ্রাণি সংরক্ষণ আইনে সম্রাটকে এবং গ্রেফতারের সময় মদ্যপ থাকার দায়ে আরমানকে ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেয় র্যাবের ভ্রাম্যমান আদালত।
এদিকে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
এর আগে রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে গ্রেফতার হন সম্রাট ও তার সহযোগী আরমান আলী। পরে সম্রাটকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।
মতামত দিন