এক পর্যায়ে নিজের পেটে ছুরিকাঘাত করেন নিরব
রাজধানীর কদমতলী থানা এলাকায় 'প্রেমিকার' বাসার সামনে নিজের পেটে ছুরিকাঘাত করে মো. নিরব (১৯) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে কদমতলী থানার মেরাজনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিরব শরিয়তপুরের নড়িয়া উপজেলার মো. মতি মিয়ার ছেলে। তিনি কেরানীগঞ্জ মডেল থানার কাঠপট্টি নদীরপাড় এলাকায় থাকতেন। নিরব ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কাজ করতেন বলে জানা গেছে।
নিহতের বন্ধু সিয়াম জানান, শনিবার তাকে সঙ্গে নিয়ে নিরব কদমতলী থানার মেরাজনগর যান। সেখানে পৌঁছে তাকে একটু দূরে রেখে নিরব তার 'প্রেমিকার' বাসার কাছে যান। সেখানে ওই মেয়ের বাবা-মায়ের সঙ্গে কথা বলার এক পর্যায়ে নিজের পেটে ছুরিকাঘাত করেন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ৫৬ মিনিটে নিরবকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ রানা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি মেয়ের সঙ্গে নিরবের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ের বাসার সামনে গিয়ে পেটে ছুরিকাঘাত করে তিনি আত্মহত্যা করেছেন।
এসআই রানা আরও জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
মতামত দিন