মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে তুহিনের মা বাদী হয়ে এ মামলা দায়ের করেন
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পাঁচ বছরের শিশু তুহিন হাসানকে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে তুহিনের মা বাদী হয়ে ১০ জনকে আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন বলে ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের মোল্লা। তবে আসামিদের নাম এখনও জানা যায়নি।
সোমবার (১৪ অক্টোবর) সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলায় গাছে ঝোলানো অবস্থায় শিশু তুহিনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় তুহিনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত, এমনকি তার পেটে দুটি ছুরিও ঢোকানো ছিল। এছাড়া তার দু’টি কান ও যৌনাঙ্গও কাটা ছিল।
আরও পড়ুন - নৃশংসভাবে শিশুকে হত্যা : পরিবারের সদস্যরাই 'খুনি'!
খবর পেয়ে সোমবার সকালে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিআইডি ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবা আব্দুল বাছির, ও তার তিন চাচা মাওলানা আব্দুল মোছাব্বির, জমসেদ মিয়া, নাছির, জাকিরুল, চাচি খয়রুন বেগম এবং চাচাতো বোন তানিয়াকে থানায় নিয়ে আসা হয়।
এদের মধ্যে কয়েকজন এ হত্যাকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। সুরতহালে যাদের নাম রয়েছে তাদের বিষয়টিও নজরে আছে।
আরও পড়ুন - গাছে ঝুলছিলো শিশু তুহিনের ক্ষতবিক্ষত লাশ
মতামত দিন