সকাল সাড়ে ১০টার দিকে বিএসএফ সদস্যরা নিহত ব্যক্তিকে ভারতীয় নাগরিক বলে শনাক্ত করার পর ভারতীয় পুলিশ লাশটিকে নিয়ে যায়
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার বাঁশজানি সীমান্তে এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক। সকাল সাড়ে ১০টার দিকে বিএসএফ সদস্যরা নিহত ব্যক্তিকে ভারতীয় নাগরিক বলে শনাক্ত করার পর ভারতীয় পুলিশ লাশটিকে নিয়ে যায়।
নিহত আখেরুল শেখ (১৮) বাঁশজানি সীমান্তের অপর পাশে ভারতের দীঘলটারী গ্রামের মানিক শেখের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী জানায়, ভোরে বাঁশজানি সীমান্তের ৯৭৫ নম্বর মেইন পিলারের ৮ ও ৯ নম্বর সাব পিলারের মাঝখানে জিরো পয়েন্টে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। সেই সাথে বাংলাদেশের ভেতরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় একটি বাছুর উদ্ধার করে বিজিবি।
কুড়িগ্রাম-২২ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, “নিহত ব্যক্তি গরু ব্যবসায়ী ও ভারতীয় নাগরিক। তার লাশ বিএসএফ ভারতে নিয়ে গেছে।”
মতামত দিন