শিশুটি জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেট এলাকায় বাবা-মার সঙ্গে ফুটপাতে থাকতো
রাজধানীর পল্টন এলাকা থেকে সানি নামে ছয় বছর বয়সী এক পথশিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার লাশটি উদ্ধার করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলা ট্রিবিউন।
শিশু সানির বাবার নাম সাগর এবং মায়ের নাম ঝরনা।
এএসআই আনোয়ার বলেন, শিশুটি জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেট এলাকায় বাবা-মার সঙ্গে ফুটপাতে ঘুমাতো। শনিবার সন্ধ্যার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে অলিম্পিক ভবনের সামনের ফুটপাত থেকে বস্তার মধ্যে তোশকে পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কী কারণে সানিকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে কিছু জানাতে পারেনি পুলিশ। তবে, এবিষয়ে পরিচিত একজনকে সন্দেহ করা হচ্ছে।
মতামত দিন