নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তুর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে এখনও পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মন্দবাগ এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) হায়াত-উদ-দৌলা খাঁন এ তথ্য নিশ্চিত করে বলেন, “তুর্ণা নিশীথা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আর উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। সেসময় এ দুর্ঘটনা ঘটে।” সিগন্যাল না মানায় এই দুর্ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
মন্দবাগ রেলস্টেশনের মাস্টার জাকির হোসেন চৌধুরী জানান, আউটার ও হোম সিগন্যালে লালবাতি (সর্তক সংকেত) দেওয়া ছিল। কিন্তু তুর্ণা নিশিতার চালক সিগন্যাল অমান্য করে ঢুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন - ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে থেকে আরও দুইটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দু’টি রিলিফ ক্রেন এ ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছে।
আরও পড়ুন - ব্রাহ্মণবাড়িয়া ট্রেন দুর্ঘটনা: ৩টি তদন্ত কমিটি গঠন
মতামত দিন