ভিডিওটিতে বিস্ফোরণের তীব্রতায় পাশের রাস্তার ওপর ভবনের অংশ ধসে পড়তে দেখা যায়
চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানার পাথরঘাটা ব্রিকস ফিল্ড এলাকায় এক বাড়িতে গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। শক্তিশালী এই বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়ে।
রবিবার (১৭ নভেম্বর) সকালে ঘটা এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে। বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের সময় ধসে পড়া দেওয়াল চাপাতেই সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় সময়ের একটি সিসিটিভি ঢাকা ট্রিবিউনের হাতে এসেছে। সেখানে বিস্ফোরণের তীব্রতায় পাশের রাস্তার ওপর ভবনের অংশ ধসে পড়তে দেখা যায়।
মতামত দিন