৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সেফাতউল্লাহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়
ফেসবুক লাইভে ধর্মীয় গ্রন্থ কোরআন অবমাননার অভিযোগে অস্ট্রিয়া প্রবাসী সেফাতউল্লাহ ওরফে "সেফুদা"র বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তার সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে আদালতে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের পর ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আস্ সামস জগলুল হোসেন এ আদেশ দেন।
এর আগে ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সেফাতউল্লাহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেদিন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম( সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক (এসআই) পার্থ প্রতিম ব্রহ্মচারী ওই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন।
চলতি বছরের ২৩ এপ্রিল মুসলিমদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ এনে সেফাতউল্লাহের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন আইনজীবী আলিম আল রাজি জীবন।
পাশাপাশি সেফুদার বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুক ও ইউটিউবে আপত্তিকর শব্দ ব্যবহারের অভিযোগ আনেন ওই আইনজীবী।
মতামত দিন