ইট ভাটার ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের দপ্তর থেকে কোনো প্রকার লাইসেন্স না নিয়েই ইটভাটা চলছিল
পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের কামারদুলিয়ার এন এম বি ব্রিক্সের লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৪ ডিসেম্বর) এন এম বি ব্রিক্সের মালিক নুরুল ইসলাম নুরু’র নিকট থেকে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ।
সুজিৎ দেবনাথ বলেন, “ইট ভাটার ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের দপ্তর থেকে কোনো প্রকার লাইসেন্স না নিয়েই ইটভাটা চালিয়ে যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটা মালিককে এ জরিমানা করা হয়েছে এবং উপজেলার অন্যান্য ইটভাটায়ও পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।”
মতামত দিন