ওসি শাহিনুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে
নওগাঁর পোরশা উপজেলায় একটি খামারে সাতটি গরুর মৃত্যু হয়েছে। খাবারে বিষক্রিয়া থেকেই গরুগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার মশিদপুর ইউনিয়নের ছাতোয়া গ্রামে ঘটনাটি ঘটে।
গরুর মালিক আফজাল হোসেন বলেন, "কয়েক মাস আগে বাণিজ্যিকভাবে ১৫টি গরু কিনে বাড়ির মধ্যেই খামার করেছিলাম। আজ বিকেলে গরুগুলোকে খৈল ভেজানো পানি খাওয়ানো হয়েছিল। পানি খাওয়ার কিছুক্ষণ পর গরুগুলো কাঁপতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই একে একে সাতটি গরু মারা যায়।"
এবিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার কারণেই গরুগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
মতামত দিন