দিনব্যাপী চক্ষু ক্যাম্পে ২৩৩ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়
মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় মঙ্গলবার (০৭ জানুয়ারি) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোটারী ক্লাব অফ ঢাকা উত্তর চক্ষু হাসপাতাল কুষ্টিয়া শাখার উদ্যোগে মাগুরা রোটারী ক্লাব এ চক্ষু ক্যাম্পের আয়োজন করে।
দিনব্যাপী চক্ষু ক্যাম্পে ২৩৩ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে চোখে সানি পড়া রোগীদেরকে বাছাই করে পরবর্তীতে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে বলেও জানান অয়োজকেরা।
চক্ষু ক্যাম্পে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, মাগুরা রোটারী ক্লাবের সভাপতি লিটন ঘোষ, মাগুরা জেলা রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বাবুল কুরি, সাধারণ সম্পাদক রুবায়েত ফিরোজ, সাবেক সভাপতি উত্তম সাহা, অর্থ সম্পাদক সাহা আলম, সদস্য খান মাজাহারুল হক লিপু, বিধান সাহা, নাসিরুল ইসলাম, কাজী রিটো, ফকরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মতামত দিন