সরস্বতী পূজার কারণে ভোটগ্রহণের তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট আদেশ দিলে মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাবির বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন
ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ বুধবার সকাল ১১টার মধ্যে পরিবর্তন না করা হলে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৭টা ২০ মিনিটের দিকে শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আগে এমন ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের সহ-সভাপতি ও হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস।
আরও পড়ুন - সিটি নির্বাচন পেছানোর দাবিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
এর আগে সরস্বতী পূজার কারণে ভোটগ্রহণের তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট আদেশ দিলে মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাবির বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন।
মতামত দিন