বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মজনু
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণ মামলার গ্রেফতার মজনু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তোফাজ্জল হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) ও পুলিশ পরিদর্শক (এসআই) আফসানা মিমি ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জবানবন্দি রেকর্ড শেষে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন - রাস্তা থেকে তুলে নিয়ে ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণ
গত ৫ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাসে শেওড়ার উদ্দেশে রওনা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে ভুল করে তিনি শেওড়ার আগের স্টপেজে বাস থেকে নেমে যান। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি তার মুখ চেপে ধরে রাস্তার পাশের ঝোপঝাড়ে নিয়ে ধর্ষণ করে।
ঘটনার পরদিন (৬ জানুয়ারি) সকালে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। পরে ৮ জানুয়ারি ধর্ষক সন্দেহে শেওড়া রেলক্রসিং এলাকা থেকে মজনুকে গ্রেফতার করে র্যাব।
মতামত দিন