‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নাশকতার চেষ্টায় অবৈধ অস্ত্র নিয়ে আশিকুর রহমান এক সন্ত্রাসী যশোর থেকে ঢাকায় আসে’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) আবদুল বাতেন বলেছেন, নির্বাচন উপলক্ষে বহিরাগত সন্ত্রাসীরা ঢাকায় ঢোকার চেষ্টা করছে, কিন্তু পুলিশ সতর্ক রয়েছে। ঢাকায় কোনো অস্ত্রধারীকে ঢুকতে দেওয়া হবে না।
রবিবার বেলা ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাতেন বলেন, “ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নাশকতার চেষ্টায় অবৈধ অস্ত্র নিয়ে আশিকুর রহমান এক সন্ত্রাসী যশোর থেকে ঢাকায় আসে। ডিবির একটি টিম শনিবার (২৫ জানুয়ারি) রাতে তাকে লালবাগের শেখ সাহেব বাজার থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়।”
মতামত দিন