এই নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জনের মৃত্যু হলো
নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে চুলার গ্যাস থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় কিরন (৪৫) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর মো. বাচ্চু মিয়া।
কিরনের শরীরের ৭০ ভাগ পুড়ে গেছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই নিয়ে অগ্নিকাণ্ডের এই ঘটনায় ২ জনের মৃত্যু হলো। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নূরজাহান বেগম (৬০) নামে এক নারী মারা যান।
এর আগে সোমবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৮ সদস্য দগ্ধ হন। দগ্ধদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে আসা হয়।
চুলা থেকে বেরোনো গ্যাস থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে সংশ্লিষ্টরা জানান।
মতামত দিন