মামলাটি করেছে দুর্নীতি দমন কমিশন
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তা বর্তমানে রাঙামাটি থানায় কর্মরত।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মামলাটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আশিকুর রহমান জানান, ওসি জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী আনোয়ারা পারভিন তাদের অর্জিত এক কোটি ৫৭ লাখ ৬৬ হাজার টাকার উৎস দেখাননি। এছাড়াও, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তারা এক কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকার তথ্য গোপন করেছেন।
দুদক কর্মকর্তা বলেন, সম্পদের তথ্য গোপন এবং সম্পদ অর্জনের উৎস না দেখানোর অভিযোগে মামলাটি করা হয়েছে।
মতামত দিন