এ বিষয়ে যথাযথ ব্যবস্থা ও নিরাপত্তা চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগে করেন নুর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে হত্যার হুমকি এবং তার এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে।
রবিবার (১ মার্চ) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবন ও কলাভবন এলাকায় এঘটনা ঘটে। পরে বিকেলে এবিষয়ে যথাযথ ব্যবস্থা ও নিরাপত্তা চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগে করেন নুর।
অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম আদনান আহমেদ নাবিল বলে অভিযোগে উল্লেখ করেছেন নুর। তিনি সলিমুল্লাহ হলের দ্বিতীয় বর্ষের ছাত্র।
এবিষয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন জানান, আদনান ডাকসুর সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত নেতা গোলাম রাব্বানীর অনুসারী।
অভিযোগে নুর বলেন, ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে দিয়ে যাওয়ার সময় এসএম হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আদনান আহমেদ নাবিল তাকে অকথ্য ভাষায় গালি দেন এবং ১১ মার্চের পরে ক্যাম্পাসে থাকলে তাকে মেরে ফেলার হুমকি দেন। এসময় তার সঙ্গে থাকা শাকিল মিয়াকেও মারধর করেন আদনান।
গত ২২ ডিসেম্বর ডাকসু কার্যালয়ে হামলাকারীদের মধ্যে নাবিল ছিলেন বলে উল্লেখ করেন নুর।
মতামত দিন