ওই যুবকের ভর্তি হওয়ার খবরে করোনাভাইরাস আতঙ্কে অন্যান্য রোগীরা হাসপাতাল ছাড়তে শুরু করেছেন
নওগাঁয় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে সিঙ্গাপুর ফেরত এক যুবককে (২৭) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়।
এদিকে তার ভর্তি হওয়ার খবরে করোনাভাইরাস আতঙ্কে অন্যান্য রোগীরা হাসপাতাল ছাড়তে শুরু করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মেহেদী হাসানকে হাসপাতালে ভর্তি করার খবর ছড়িয়ে পড়লে অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে যান। অনেকে ছাড়পত্র নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। এমনকি হাসপাতালের নার্সদের মধ্যেও বিরাজ করছে আতঙ্ক।
ওই যুবকের মা ঢাকা ট্রিবিউনকে জানান, সিঙ্গাপুরে শ্রমিকের কাজ করেন তার ছেলে। গত শুক্রবার সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন তিনি। পরের দুই দিন শরীর ভালো থাকলেও রবিবার রাত থেকে জ্বর, সর্দি ও মাথা ব্যথা শুরু হয় ওই যুবকের। সোমবার বিকালে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারকে দেখানো তিনি ওই যুবককে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এর প্রেক্ষিতে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের ছাড়পত্র সংগ্রহের সারিতে অপেক্ষমান জরিনা বেগম বলেন, "পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। কিন্তু হাসপাতালে করোনাভাইরাসের রোগী ভর্তি হয়েছে। তাই বাড়ি চলে যাচ্ছি।"
আরেক রোগী ছালেক বলেন, "হাসপাতাল আর নিরাপদ না। তাই সুস্থ না হয়েও হাসপাতাল ছেড়ে যাচ্ছি।"
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মুনির আলী আকন্দ বলেন, "করোনাভাইরাসের যে উপসর্গ (জ্বর, সর্দি, কাশি) তার মধ্যে সবই আছে। তবে বিষয়টি নিয়ে এখনও আমরা নিশ্চিত না। পরীক্ষার জন্য কিছু নমুনা আমরা ঢাকায় পাঠিয়েছি।"
মতামত দিন