লিপস্টিক দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ওই দুই শিশুকে ধর্ষণ করার পর হত্যা করে আসামিরা
২০১৯ সালে রাজধানীর ডেমরায় ৫ বছরের দুই শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন - গোলাম মোস্তফা (২৮) ও তার চাচাতো ভাই আজিজুল বাওয়ানি (৩০)। মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ জানুয়ারি কোনাপাড়ায় ৫ বছর বয়সী ফারিয়া আক্তার দোলা ও নুসরাত জাহানকে ধর্ষণের পর হত্যা করেন আসামিরা।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ঘটনার দিন ডেমরায় বাড়ির পাশে খেলছিল ওই দুই শিশু। একপর্যায়ে তাদেরকে লিপস্টিক দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গোলাম মোস্তফার বাড়িতে আটকে রাখা হয়। পরে অভিযুক্তরা ওই দুই শিশুকে ধর্ষণ করে হত্যা করে।
এই ঘটনায় পরে এক ভুক্তভোগী শিশুর বাবা ডেমরা থানায় মামলা দায়ের করেন। পরের দিন ৮ জানুয়ারি যাত্রাবড়ি ও ডেমরা থেকে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
মতামত দিন