আবহাওয়া অধিদপ্তর জানায়, ঝড়টি রাতে ঢাকায় আঘাত হানতে পারে
রাজধানী ঢাকাসহ দেশের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জানান, রাজশাহীতে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে এবং তা বর্তমানে পাবনার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এটি বুধবার (৪ মার্চ) রাতে ঢাকায় আঘাত হানতে পারে।
অত্যাধিক তাপের ভারী সঞ্চালনের কারণে বর্ষার আগে কালবৈশাখী ঝড় দেখা দেয় বলে জানান তিনি।
আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মতামত দিন