বিয়ের কয়েক বছরের মধ্যেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে মানিকগঞ্জের শিবালয়ে ফয়সাল হোসাইন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ মার্চ) রাতে তার সামনেই স্ত্রী নুরুন্নাহার বন্যা (২৭) গলায় ফাঁস নিয়ে আত্মাহুতি দেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বিরাজপুর গ্রামে ফয়সালদের বাড়িতে। তার স্ত্রী বন্যা মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবার বাড়ি জেলার ঘিওর উপজেলার শ্রীবাড়ী গ্রামে।
পুলিশ ও পরিবারিক সূত্র জানায়, বছর দশেক আগে ভালোবেসে বিয়ে করেন ফয়সাল ও বন্যা। এই দম্পতির ছয় ও তিন বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছরের মধ্যেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। একাধিকবার পারিবারিকভাবে শালিস বৈঠকে বিষয়টি সমাধানের চেষ্টাও হয়েছে।
বন্যার স্বজনদের বরাত দিয়ে পুলিশ আরও জানিয়েছে, দাম্পত্য কলহের জেরেই ফয়সালের উপস্থিতিতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বন্যা।
বন্যার বাবা সামছুল হকের অভিযোগ, বিয়ের পর থেকেই তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন ফয়সাল ও তার পরিবারের সদস্যরা। কিছুদিন আগে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবার বাড়িতে চলে আসে বন্যা। গত শুক্রবার স্ত্রীকে ফিরিয়ে নিতে এসে সবার সামনেই বন্যাকে মারধর করেন ফয়সাল। পরে দুজনকেই বুঝিয়ে-শুনিয়ে ফয়সালদের বাড়িতে ফেরত পাঠানো হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মেয়ে জামাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্ত ফয়সালকে গ্রেফতার ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মতামত দিন