দীপ ছুটিতে ঢাকা থেকে খুলনায় গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলেন
খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সহকারি পরিচালক কাজী তারিয়েফ সোনাল দীপ (৩০) নিহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে খুলনা মহাসড়কের কাঁঠালতলা বিশ্বাস বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মো. ফাহাদকে (৩০) নামে অপর এক আরোহী গুরুতর আহত হন।
খুলনার ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করে জানান, দীপ ছুটিতে ঢাকা থেকে খুলনায় গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছিলেন।
ফাহাদের বরাত দিয়ে ওসি জানান, তারা চুকনগর থেকে মটর সাইকেলযোগে ফিরছিলেন। পথে বরাতিয়া এলাকায় পৌঁছে একটি ট্রাককে ওভারটেক করতে চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দীপ মারা যান। দীপের বাড়ি খুলনা মহানগরীর ডালমিল মোড় এলাকায়।
মতামত দিন