অর্থাৎ, নতুন করে চুয়াডাঙ্গায় একজন আক্রান্তের পর এখন সারাদেশে মোট করোনাভাইরাস আক্রান্ত ১৮জন শনাক্ত হলেন
চুয়াডাঙ্গায় ইতালিফেরত যুবক (৩০) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এতথ্য জানিয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ মার্চ) সকালে ওই যুবক চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন।
মঙ্গলবার দুপুরে আক্রান্ত যুবকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পরীক্ষার জন্য ঢাকা আইইডিসিআর’এ নমুনা প্রেরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে যুবকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
এর আগে, বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে করোনাভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে করোনাভাইরাস সৃষ্ট কোভিড-১৯’এ নতুন করে দেশে তিনজনসহ মোট ১৭জন আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানান। অর্থাৎ চুয়াডাঙ্গায় আক্রান্তের পর এখন সারাদেশে মোট ১৮জন শনাক্ত হলেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান করোনাভাইরাসের উপস্থিতি শনাক্তের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আক্রান্তর পিতা জানান, দীর্ঘ ২৬ বছর পর গত ১২ মার্চ তার ছেলে দেশে ফেরে। ঢাকায় দুইদিন অবস্থানের পর আলমডাঙ্গায় ফেরেন ১৪ তারিখে। এর একদিন পর থেকেই ঠাণ্ডা, কাশি ও গলাব্যথাসহ জ্বরে আক্রান্ত হয় সে।
মতামত দিন