সরকার ঘোষিত ১০ দিনের সাধারণ ছুটিতে ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত
আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটির দিনগুলোতেও ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেনের সময় সীমিত করে দেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক উর্ধতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন বলে ইউএনবি'র একটি খবরে বলা হয়।
ওই কর্মকর্তা জানান, সরকার ঘোষিত ১০ দিনের সাধারণ ছুটিতে ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত।
ওই কর্মকর্তা আরও জানান, ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ২ ঘণ্টা গ্রাহকদের সাথে লেনদেন হবে।
এর আগে গত ২২ মার্চ কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের শাখায় পর্যাপ্ত নগদ টাকা রাখার আহ্বান জানায়, যাতে লকডাউনের মতো কোনো জরুরি পরিস্থিতির সময় গ্রাহক সেবা পেতে পারেন।
তবে সাধারণ ছুটির দিনগুলোতে ব্যাংকিং কার্যক্রম চলাকালে ব্যাংক কর্তৃপক্ষকে স্থানীয় প্রশাসনের সহায়তা নিতেও পরামর্শ দেয়া হয়েছে।
এর আগে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সারাদেশে ছুটি ঘোষণা করে সরকার। তবে এ সময়ে খোলা থাকবে হাসপাতাল ও জরুরি সেবা। পাশাপাশি জেলা প্রশাসনকে সহায়তা করতে মঙ্গলবার থেকে সশস্ত্র বাহিনীও মাঠে থাকছে।
এছাড়া আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সুপারমার্কেটগুলোসহ সব দোকান বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।
প্রসঙ্গত, বাংলাদেশে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে ৩৩ জন আক্রান্তের তথ্য জানিয়েছে সরকার। যাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন সুস্থ হয়েছেন।
মতামত দিন