মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ৯ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, "৯ তারিখ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এর আগে গত রবিবার ১৮-৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
মতামত দিন