নিহত ওই নারীর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল
রাজধানীর দারুসসালাম থানাধীন বাগবাড়ি এলাকায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে গাউস আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার (২৮ মার্চ) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া।
নিহত ওই নারীর নাম নাদিয়া বেগম বয়স (৩৫)।
বাচ্চু মিয়া বলেন, “শনিবার রাতে এ ঘটনাটি ঘটে। আহতাবস্থায় ওই নারীর স্বামী তাকে হাসপাতালে নিয়ে আসলে নিহতের স্বজনদের অভিযোগে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।”
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল বলেও জানান তিনি।
মতামত দিন