করোনাভাইরাস পরীক্ষা করার জন্য ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হচ্ছে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামে এক ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে মারা গেছেন। রবিবার (২৯ মার্চ) রাতে তার মৃত্যু হয় বলে ইউএনবি'র একটি খবরে বলা হয়। ওই ব্যক্তির মৃত্যুর পর তার প্রতিবেশীদের কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, "ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত করার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। আইইডিসিআর-এর সাথে যোগাযোগ করা হচ্ছে। সোমবার রক্তের নমুনা সংগ্রহের পর ওই ব্যক্তির দাফন-জানাজা হবে।"
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান মৃতের স্বজনদের বরাত দিয়ে জানান, ওই ব্যক্তি ভালুকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। গত তিনদিন আগে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নালিতাবাড়ীর গ্রামের বাড়িতে এসেছিলেন।
মতামত দিন