‘অটো চালকের হাত-পা বেঁধে দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। তার মুখে স্কচটেপ পেঁচানো ছিল’
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামান মিয়া (৪৫) নামে এক অটোরিক্সা চালকের হাত-পা ও মুখ বেঁধে দুই চোখ উপড়ে হত্যা পর অটো ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১টায় আড়াইহাজার-মদনপুর সড়কের মারুয়াদী এলাকায় হাইওয়ের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নজরুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জামান মিয়া স্থানীয় ফতেপুর ইউপির বগাদী পূর্বপাড়া এলাকার মৃত শফিকুলের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, এর আগে জামান মিয়া লেপ-তোষকের ব্যবসা করতেন। ওই ব্যবসা ছেড়ে মাত্র তিনদিন আগে জামান একটি অটো কেনে। জামান মিয়া রাতে আর দিনে তার ছেলে অটো চালাতো। গত শনিবার রাতে অটো নিয়ে বের হয় জামান মিয়া। তারপর থেকেই নিখোঁজ ছিলো সে। এ ঘটনায় গতকাল রাত আটটায় জামান মিয়ার পরিবার থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রোকনউজ্জামান জানান, অটো চালকের হাত-পা বেঁধে দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। তার মুখে স্কচটেপ পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে সোমবার রাতে নির্জনস্থানে সুযোগ বুঝে দুবৃর্ত্তরা নিহতের চোখ উপড়ে ও গলা টিপে হত্যা করে অটো ছিনতাই করে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, আড়াইহাজার-মদনপুর হাইওয়ের স্থানীয় মারুয়াদী এলাকায় পড়ে থাকা অবস্থা তার মরদেহ উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, তার কোনো সঠিক উত্তর দিতে পারেননি তিনি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বলেন, “নিহতের নিখোঁজ এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।”
তিনি আরও বলেন, “লাশ ময়নাতদন্তে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে “
মতামত দিন