চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় চিকিৎসাসেবায় নিয়োজিত যে কোনো ব্যক্তি কর্মস্থলে আসা-যাওয়ার জন্য সিএমপির হটলাইনে কল করে সহায়তা চাইতে পারবেন
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করে সীমিত করা হয়েছে যান চলাচল। কিন্তু হাসপাতালসহ জরুরি সেবায় কর্মরত মানুষের নিস্তার নেই। প্রতিদিনের মতোই তাদের ছুটতে হয় কর্মস্থলে। আর এই বৈশ্বিক মহমারিতে চিকিৎসাসেবায় নিয়োজিতদের কর্মব্যস্ততা বেড়েছে বহুগুণ। কিন্তু পরিবহন বন্ধ থাকায় কর্মস্থলে যেতে অসুবিধা হচ্ছে তাদের। এসব মানুষের সহায়তায় এগিয়ে এসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মঙ্গলবার (৩১ মার্চ) সিএমপি কমিশনার মাহাবুবুর রহমান মেট্রোপলিটন এলাকায় কর্মরত ১৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন চিকিৎসকসহ চিকিৎসা সেবায় নিয়োজিতদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিতের ব্যবস্থা করতে।
চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় চিকিৎসাসেবায় নিয়োজিত যে কোনো ব্যক্তি কর্মস্থলে আসা-যাওয়ার জন্য সিএমপির হটলাইনে (০১৪০০৪০০৪০০) কল করে পরিবহন সহায়তা চাইতে পারবেন।
এ বিষয়ে সিএমপি কমিশনার বলেন, “চিকিৎসা সেবায় নিয়োজিতদের পাশাপাশি প্রয়োজনে সাধারণ মানুষও এই সুবিধা পাবেন।”
মতামত দিন