জ্বর ও শ্বাসকষ্ট থাকায় স্বজনরা ওই যুবককে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে আনেন
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ভাইরাস রোগীদের চিকিৎসার জন্য স্থাপিত ওয়ার্ডে চিকিসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় মোহাম্মদ বুলবুল (২২) নামের ওই যুবক মারা যান। ওইদিন বিকেলে শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
তার বাড়ি নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামে।
তবে, বুলবুলের শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ছিল না জানিয়ে রামেকের চিকিৎসক বলেছেন, তিনি অ্যাজমার রোগী ছিলেন।
রামেক হাসপাতালের করোনাসংক্রান্ত জরুরি চিকিৎসক দলের আহ্বায়ক আজিজুল হক বলেন, ওই যুবকের জ্বর, সর্দি বা কাশির মতো করোনাভাইরাসের কোনো ছিল না। তিনি অ্যাজমার রোগী ছিলেন। বিকেল পাঁচটার দিকে তিনি ভর্তি হয়েছিলেন। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর তার চিকিৎসার জন্য বেশি সময়ও পাওয়া যায়নি।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, জ্বর ও শ্বাসকষ্ট থাকায় স্বজনরা ওই যুবককে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে আনেন। ভর্তি হওয়ার পর তাকে ৩৯ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। তবে তিনি করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন না। বিদেশফেরত কোনো ব্যক্তির সংস্পর্শ বা সম্প্রতি বিদেশ ভ্রমণেরও কোনো ইতিহাস নেই বুলবুলের। রাতেই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন