‘তবে ওই আওয়ামী লীগ নেতা বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি’
নওগাঁর রাণীনগরে আয়াত আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ১৩৮ বস্তা সরকারি ত্রানের চাল এবং ২০০ পিচ খালি বস্তা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল তার গ্রামের বাড়ি থেকে এসব উদ্ধার করে।
আয়াত আলী কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামের শৈলগাড়িয়া পাড়ার আয়েন উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আয়াত আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ মেট্রিকটন সরকারি ত্রাণের চাল এবং সরকারি ত্রাণের চালের ২০০পিচ খালি বস্তা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় আয়াত আলী বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।”
তিনি বলেন, “চালগুলো উদ্ধার করে স্থানীয় কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের হেফাজতে রাখা হয়েছে। আয়াত আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মতামত দিন