তদন্তে ওই ডিলারের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
নোয়াখালী সদর উপজেলায় ১০ টাকা দরের সরকারি চাল খোলাবাজারে বিক্রির সময় মোসলেহ উদ্দিন নামের এক ডিলারকে হাতেনাতে আটক করা হয়েছে।
শুক্রবার (০৩ মার্চ) সকালে উপজেলার আন্ডারচর ইউনিয়নের নোয়ারহাট বাজার থেকে ওই ডিলারকে আটক করা হয়। এ সময় বিক্রির উদ্দেশে আনা ৮ বস্তা চাল উদ্ধার করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮ বস্তা চালসহ ডিলার মোসলেহ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সরদার বলেন, “উপজেলা খাদ্য কর্মকর্তাকে ঘটনাস্থলে গিয়ে জরুরি ভিত্তিতে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্তে ওই ডিলারের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত চলাকালে সে থানা হাজতে থাকবে।”
মতামত দিন