দুই বছর আগে নিপুর সঙ্গে বিয়ে হয় লুবনার
সিলেট নগরীতে যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর জিন্দাবাজারস্থ কাজী ইলিয়াস এলাকারয় এ ঘটনা ঘটে।
জানা গেছে নিহত ওই নারীর নাম লুবনা (২৩)। তার স্বামী তৌহিদ আহমদ নিপু যুক্তরাষ্ট্রে বসবাস করেন।
প্রতিবেশীরা জানান, প্রায় দুই বছর আগে নিপুর সঙ্গে বিয়ে হয় লুবনার। বিয়ের পর নিপু যুক্তরাষ্ট্রে চলে যান। আগামী ঈদুল ফিতরে তার দেশে ফেরার কথা ছিলো। আত্মহত্যার সময় স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন লুবনা। এ সময় করোনা পরিস্থিতিতে দিনমজুরদের মধ্যে খাদ্য সামগ্রী সহায়তার অর্থ নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তিনি আত্মহত্যা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামীর সঙ্গে অভিমান করে লুবনা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মতামত দিন