‘সম্প্রতি ওই ব্যক্তির কোনও প্রবাসীর সংস্পর্শে আসার ইতিহাস না থাকায়, স্থানীয়ভাবে কমিউনিটি ট্রান্সমিশনের কারণে ভাইরাসটি দ্বারা আক্রান্ত হতে পারেন’
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নে নিজ বাড়িতে সর্দি ও জ্বর নিয়ে মারা যাওয়া মুদি দোকানদার করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
রবিবার (৫ এপ্রিল) রাতে ঢাকা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ।
তিনি বলেন, “রাজনগরে মারা যাওয়া ওই দোকানদার করোনা পজিটিভ ছিলেন, এ তথ্যটি আমাদের ঢাকা থেকে ফোনে নিশ্চিত করা হয়েছে।” এরমধ্য দিয়ে মৌলভীবাজার জেলায় এই প্রথম কোনও ব্যক্তির করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হল বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত শনিবার (৪ এপ্রিল) রাজনগরের টেংরাবাজার ইউনিয়নে সর্দি ও জ্বর নিয়ে মারা যান ওই ব্যক্তি। তিনি মুদি দোকানদার ছিলেন।
এদিকে, সম্প্রতি ওই ব্যক্তির কোনও প্রবাসীর সংস্পর্শে যাওয়ার ইতিহাস না থাকায়, স্থানীয়ভাবে কমিউনিটি ট্রান্সমিশনের কারণে আক্রান্ত হতে পারেন বলেও আশঙ্কা করছেন সিভিল সার্জন।
তিনি বলেন, “ওই বাড়ির আশপাশের ৬১ জনকে হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা দেওয়া আছে। ওই বাড়িটি আগে থেকেই লকডাউন করা হয়েছে। ”
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশিম বলেন, “মৃতের বাড়িটি শনিবারে লকডাউন করা হয়েছে। বর্তমানে পুরো গ্রামটিই লকডাউন করা হবে।”
মতামত দিন