বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে কথিত ওই দম্পতির বিরুদ্ধে
অভিযানে হাতে-নাতে ধরার পরেও অর্থের বিনিময়ে কথিত এক দম্পতিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বগুড়ার শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানার বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টির কারণে এসআই মাসুদ ৬-৭ বছর ওই থানায় কর্মরত। আর তাই তিনি বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছেন।
জানা যায়, সোমবার (০৬ এপ্রিল) সকালে উপজেলার সাজাপুর কাগজিপাড়ায় ‘‘পান্থ নীড়’’ নামে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে গ্রেফতার করা হলেও ছেড়ে দেওয়া হয় ওমর ফারুক (৩৫) ও সাবিনা বেগম (২৫) নামে কথিত এক দম্পতিকে।
এলাকাবাসীর অভিযোগ, স্বামী-স্ত্রী পরিচয়ে ফারুক ও সাবিনা মাস তিনেক আগে সাজাপুর কাগজিপাড়ার ওই বাড়িটি ভাড়া নেন। এরপর থেকেই তারা সেখানে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা করে আসছিলেন। বিভিন্ন সময় সেখানে বিভিন্ন বয়সী নারী-পুরুষ আনাগোনা লেগে থাকত। সোমবার সকালে বাড়িতে দুই ব্যক্তিকে আসতে দেখে তারা থানায় খবর দেন। এসআই মাসুদ রানা সেখানে গিয়ে রিপন আহম্মেদ ও রিপন মিয়া নামে দু'জনকে গ্রেফতার করলেও কথিত ওই দম্পতিকে ছেড়ে দেন।
মোটা অঙ্কের অর্থের বিনিময়েই পুলিশ তাদের আটক বা গ্রেফতার করেনি বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে এসআই মাসুদ রানা বলেন, ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ওই দম্পতির কাছে কিছু না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর বাড়িওয়ালা তাদেরকে বাড়ি ছাড়ার নির্দেশ দিলে তারা অন্যত্র চলে গেছে।
কথিত দম্পতির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি আরও বলেন, ওই নারী খারাপ। তাই অনেকে অনেক কথা বলতেই পারেন।
মতামত দিন