‘আবাসনের দরিদ্র লোকদের কথা আমাদের মাথায় আছে, প্রচুর ত্রাণ আছে, তাদেরকে দেওয়া হবে। এভাবে সড়ক অবরোধ করে কোন সুরাহা হবেনা’
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ত্রাণ না পেয়ে বিক্ষোভ করেছে কর্মহীন প্রায় একহাজার পরিবার।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার ঢেলাপীর উত্তরা আবাসনের কর্মহীন মানুষ সৈয়দপুর-নীলফামারী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থলে এসে তাদের বিষয়টি উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসনকে অবহিত করে। পরে বুঝিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় তারা।
এ বিষয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিম আহমেদ জানান, আবাসনের দরিদ্র লোকদের কথা আমাদের মাথায় আছে। প্রচুর ত্রাণ আছে। তাদেরকে দেওয়া হবে। এভাবে সড়ক অবরোধ করে কোন সুরাহা হবেনা।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরি মুঠোফোনে জানান, সকল কর্মহীন মানুষ ত্রাণ পাবে। বিক্ষোভ বা সড়ক অবরোধ করে কোন লাভ হবে না বরং তারাই ক্ষতিগ্রস্থ হবেন। তাদের দ্রুত ত্রানের ব্যবস্থা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত দিন