তবে জরুরি পরিষেবা লকডাউনের আওতা বহির্ভূত থাকবে
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বরিশাল জেলা লকডাউনের ঘোষণা দিয়েছে প্রশাসন। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউনের ঘোষণা দেওয়া হয় বলে বার্তা সংস্থা ইউএনবি’র একটি খবরে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমন ঝুঁকি মোকাবেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় সিদ্ধান্ত এবং শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনের সুপারিশক্রমে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে এবং সংক্রামক রোগ আইন ২০১৮ মোতাবেক বরিশাল জেলাকে অবরুদ্ধ অর্থাৎ লকডাউন ঘোষণা করা হয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত জেলায় জাতীয় ও আঞ্চলিক সড়ক/ মহাসড়ক ও নৌ-পথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য জেলায় গমন করতে পারবে না।
জেলার অভ্যন্তরে আন্তউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “সব ধরনের জনসমাগম ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।“
মতামত দিন