খবর পেয়ে ওই এলাকার ৪টি বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে মেহেরজান (৭৫) নামে এক বৃদ্ধা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা নিশ্চিত হতে ওই বৃদ্ধার নমুনা সংগ্রহ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সম্প্রতি মেয়ের বাড়িতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। বৃহস্পতিবার সকালে জ্বর নিয়ে নিজের বাড়িতে ফেরেন তিনি। পরে শনিবার সন্ধ্যায় মৃত্যু হয় তার।
খবর পেয়ে রবিবার বিকালে ওই এলাকার ৪টি বাড়ি লকডাউন করে দেয় পুলিশ।
ওসি সাইফুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বলেন, "মৃত বৃদ্ধার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত করে বলা যাবে।"
মতামত দিন