প্রতিষ্ঠানটি অত্যন্ত উন্নমানের টেস্টিং কিট ব্যবহার করে যা করোনাভাইরাস পরীক্ষার জন্য খুবই নির্ভরযোগ্য
করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ঢাকার ৯ নম্বর নির্বাচনী এলাকাসহ পূর্বাঞ্চলের বাসিন্দাদের জন্য মুগদা জেনারেল হাসপাতালে 3T (Test, Trace & Treatment) সিস্টেম চালু করা হয়েছে। এ উদ্দেশে মুগদা জেনারেল হাসপাতাল ও চাইল্ড হেলথ রিচার্স ফাউন্ডেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) করোনাভাইরাস শনাক্তে মুগদা জেনারেল হাসপাতালের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক ডা. শহীদ মুহাম্মদ সাদিকুর রহমান এবং চাইল্ড হেলথ রিচার্স ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. সমীর কুমার সাহা চুক্তিতে স্বাক্ষর করেন।
বুধবার (১৫ এপ্রিল) হাসপাতালটির পরিচালনা কমিটির সভাপতি সাংসদ সাবের হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চাইল্ড হেলথ রিচার্স ফাউন্ডেশন সরকার অনুমোদিত প্রতিষ্ঠান যেখানে অত্যাধুনিক ল্যাবরেটরি রয়েছে। প্রতিষ্ঠানটি অত্যন্ত উন্নমানের টেস্টিং কিট ব্যবহার করে যা করোনাভাইরাস পরীক্ষার জন্য খুবই নির্ভরযোগ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিটির মাধ্যমে মুগদা জেনারেল হাসপাতালে আগত সম্ভাব্য করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করে চাইল্ড হেলথ রিচার্স ফাউন্ডেশনে পাঠানো হবে। সেই নমুনা পরীক্ষা করে ২৪ ঘণ্টার মধ্যে তার রিপোর্ট সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠাবে চাইল্ড হেলথ রিচার্স ফাউন্ডেশন।
এছাড়া মুগদা মেডিকেল কলেজে একটি পিসিআর মেশিন বসানো হয়েছে, যার মাধ্যমে প্রতিদিন ৯৬ জন রোগীর নমুনা পরীক্ষা এবং দ্রুততম সময়ে রিপোর্ট পাওয়া যাবে।
চালুকৃত 3T মডেলের আওতায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত, আইসোলেশনকরণ এবং আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা লোকেদের কোয়ারেন্টিন নিশ্চিত করা সম্ভব হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মতামত দিন