এছাড়া বগুড়া ট্রাফিক বিভাগ ১৪০ জন মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে মামলা দিয়েছে
বগুড়া শহরে অকারণে ঘরের বাইরে ঘোরাফেরা করায় কয়েক তরুণকে রোদে বসিয়ে রেখে শাস্তি দিয়েছে পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সদর থানা পুলিশ শহরের জিরো পয়েন্ট সাতমাথার বীরশ্রেষ্ঠ স্কোয়ারে ব্যতিক্রমী এ শাস্তি দেয়।
পরে ওই তরণদের বিনা প্রয়োজনে বাইরে না আসার প্রতিশ্রুতি নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া বগুড়া ট্রাফিক বিভাগ ১৪০ জন মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে মামলা দিয়েছে।
জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার গত ২৬ মার্চ থেকে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশনা দেয়। প্রথমদিকে অনেকে তা মানলেও পরে বিষয়টি নিয়ে অবহেলা করছেন। প্রশাসনকে ফাঁকি দিয়ে দোকানপাট খোলা রাখা, বিভিন্ন মোড়ে আড্ডা ও কাজ ছাড়াও বাইরে ঘোরাফেরা করছেন অনেকেই। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর হলে জনগণ অনেকটা ঘরমুখো হয়। কিন্তু পরে আবার নির্দেশনা অমান্য করার প্রবণতা দেখা দিলে রবিবার দুপুরে সেনা সদস্য, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ শহরের সাতমাথায় চেকপোস্ট বসায়। এ সময় তারা পথচারীদের জিজ্ঞাসাবাদ করেন। যেসব তরুণ বাইরে আসা নিয়ে সদুত্তর দিতে পারেননি তাদের আধা ঘণ্টা রোদের মধ্যে বসিয়ে রাখা হয়।
বগুড়া পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আসলাম আলী জানান, জনগণ কোনোভাবেই নির্দেশনা মানতে চাইছেন না। তাই এ জেলাকে করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য প্রাথমিকভাবে তরুণ ও যুবককে রোদে বসিয়ে রাখা হয়েছিল। ধীরে ধীরে কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
বগুড়ার ট্রাফিক পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, কাগজপত্র ঠিক না থাকায় ১৪০ জন মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
মতামত দিন