পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক খুনি সাজাভুক্ত আসামি মোসলেম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
সম্প্রতি ফাঁসি কার্যকর হওয়া বঙ্গবন্ধুর অন্যতম খুনি আব্দুল মাজেদের দেওয়া তথ্যানুযায়ী তাকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে আনন্দবাজার।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “আপনারা যেমন শুনছেন, আমরাও তেমন শুনেছি। কিন্তু বিষয়টি নিশ্চিত না।”
সোমবার (২০ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা ট্রিবিউনকে বলেন, “আমাদের এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) বিষয়টি সম্পর্কে কিছুই জানে না। আমাদের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) কিছু জানে না।”
তিনি আরও বলেন, “আমরা সত্যতা যাচাই করছি।”
কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসানও বলেন, এ বিষয়ে তার মিশনের কাছেও কোনো তথ্য নেই।
এই প্রতিবেদককে তিনি টেলিফোনে বলেন, “গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমেই আমরা বিষয়টি জানলাম।”
তিনি আরও বলেন, “বিভিন্ন সূত্র থেকে আমরাও তথ্য সংগ্রহের চেষ্টা করছি।”
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল রাত ১২টা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বঙ্গবন্ধুর অন্যতম খুনি আব্দুল মাজেদের। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শ্বশুরবাড়িতে তার মরদেহ দাফন করা হয়।
এর চারদিন আগে গত ৮ এপ্রিল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন মাজেদ। তার আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি।
ওইদিনই ঢাকা জেলা ও দায়রা জজ আদালত মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেন। তার আগেরদিন (৭ এপ্রিল) রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মতামত দিন