নিজেকে সুস্থ রাখতে এবং নিজের যত্নে করণীয় সম্পর্কে প্রাভার অনলাইন টুল সহজ ব্যাখ্যা দেবে
করোনাভাইরাস সৃষ্ট মহামারিতে অনলাইনে সেবা দিতে “কোভিড-১৯ সেলফ অ্যাসেসমেন্ট টুল”, ফেসবুক চ্যাটবট এবং একটি স্বতন্ত্র কোভিড-১৯ ওয়েবপেজ চালু করেছে প্রাভা হেলথ।
করোনাভাইরাস মহামারিতে বিভিন্ন স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি ব্যক্তিগত ঝুঁকির বিষয়ে যে বিভ্রান্তি দূর করতে ও করোনাভাইরাস সংক্রমণ সম্পর্কে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন তথ্য পেতে এই পরিষেবাগুলো রোগীদের সহায়তা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রাভা হেলথ এর সিনিয়র ফ্যামিলি ডাক্তার পারোমিতা করিম বলেন, “চিকিৎসক হিসেবে খেয়াল করেছি যে, কোভিড-১৯ সম্পর্কে মানুষের মাঝে প্রচুর বিভ্রান্তি এবং ভীতি রয়েছে।”
এসব উদ্বেগ ও বিভ্রান্তি দূর করতে প্রাভার “সেলফ অ্যাসেসমেন্ট টুল” চালু করা হয়েছে।
টুলটি রোগীদের দেওয়া উত্তরের ওপর ভিত্তি করে প্রত্যেককে তথ্য সরবরাহের পাশাপাশি নিজেকে সুস্থ রাখতে এবং নিজের যত্নে করণীয় সম্পর্কে টুলটি সহজ ব্যাখ্যা দেবে বলেও জানান ডা. পারোমিতা।
এই সেলফ-অ্যাসেসমেন্ট টুল ব্যবহার করে গ্রাহকরা তাদের শারীরিক অসুস্থতার লক্ষণ, স্বাস্থ্যের বর্তমান অবস্থা এবং কোভিড-১৯ এর যে কোনো সম্ভাব্য উপসর্গ সম্পর্কিত কয়েকটি সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারবেন। এরপরে প্ল্যাটফর্মটি কীভাবে সামাজিক দূরত্বের সময় নিজেকে রক্ষা করবেন, নিজেকে সেলফ-আইসোলেট করবেন কি না, কোভিড-১৯-এর সম্ভাব্য বিস্তার রোধে করণীয় পদক্ষেপ এবং সর্বশেষে আপনার নমুনা পরীক্ষা করাতে হবে কি না সে সম্পর্কে তাৎক্ষণিক নির্দেশনা সরবরাহ করবে।
বর্তমান অনিশ্চয়তাকে কেন্দ্র করে এই টুলের মুল উদ্দেশ্য হল, একজন মানুষ তার স্বাস্থ্য ঝুঁকির উপর ভিত্তি করে কী করবেন, সে বিষয়ে অবগত করা এবং ইতোমধ্যে অতিরিক্ত চাপে থাকা স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ কমাতে সর্বোচ্চ সহায়তা করা।
প্রাভা হেল্থের ফেসবুক চ্যাটবটের মাধ্যমে গ্রাহকরা কোভিড-১৯ সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর পাবেন। এটি কোভিড-১৯ এবং এর লক্ষণ সম্পর্কিত সাধারণ ভুল ধারণা পরিষ্কার করতে সহায়তা করা, নিরাপদ থাকার উপায়সূমহ, কোভিড-১৯ কে কেন্দ্র করে প্রাভার বিভিন্ন পরিষেবা, সচরাচর জিজ্ঞাস্য সহ লাইভ চ্যাট-এর মাধ্যমে রোগীদের সরাসরি ডাক্তারের সাথে কথা বলার সুবিধা দেবে।
প্রাভার সব গ্রাহক ও জনসাধারণ এই সেলফ-অ্যাসেসমেন্ট টুল এবং ফেসবুক চ্যাটবট খুঁজে পেতে পারেন প্রাভার অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক মেসেঞ্জারে।
মতামত দিন