মঙ্গলবার সকাল ৯ টায় ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ২৪৫ কিলোমিটার
বাংলাদেশের উপকুলীয় অঞ্চল থেকে ৭০০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড় “আম্ফান”।
মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, বর্তমানে ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ২৪৫ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৯ টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দরের ৮৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার বন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা বন্দরের ৭৩০ কিলোমিটার দক্ষিণে ও পায়রা বন্দরের ৭২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়টি খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী উপকূলীয় অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।
মতামত দিন