মন্ত্রীর সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের করোনাভাইরাস সেলেও কাজ করে আসছিলেন তিনি
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর শরীরে একইসঙ্গে করোনাভাইরাস (কোভিড-১৯) ও ডেঙ্গুজ্বরের সংক্রমণ ধরা পড়েছে।
বৃহস্পতিবার (২১ মে) এক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এই কর্মকর্তা নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, আল্লাহ আমাকে কোনো সংগ্রামে হারতে দেননি। অবশ্যই এর পেছনে মানুষের দোয়া বড় ভূমিকা রেখেছে। এখন আমাকে করোনাভাইরাস ও ডেঙ্গু উভয়ের বিরুদ্ধে লড়তে হচ্ছে।
“ভবিষ্যতে কী হবে আল্লাহ্ই তা ভাল জানেন। তবে আমি হাল ছাড়ছি না। দুই সন্তান এবং মানুষের জন্য আমাকে বাঁচতে হবে।”
শরীফ জানান, জ্বরের মতো সংক্রমণের লক্ষণ দেখা দিলে পরিবারের সবার থেকে আলাদা হয়ে বাসার ভিন্ন একটি কক্ষে থাকতে শুরু করেন তিনি।
এরপরে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার তার ফলাফল “কোভিড-১৯” পজিটিভ আসে এবং এর আগেই তার ডেঙ্গু জ্বরের সংক্রমণও ধরা পড়ে।
ঢাকা ট্রিবিউনকে শরীফ আরও জানান, করোনাভাইরাস মহামারির মধ্যেও প্রতিদিনই অফিসে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রীর সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের করোনাভাইরাস সেলেও কাজ করে আসছিলেন তিনি।
এছাড়া, কুমিল্লার বুড়িচংয়ের গ্রামের বাড়িতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহারও বিতরণ করেছেন তিনি। হয়ত এসব কাজ করতে গিয়েই আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা এই সরকারি কর্মকর্তার।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাকে হোমে আইসোলেশনে রাখা হয়েছে। দ্রুত সুস্থ হয়ে তিনি যাতে আবার কাজে ফিরতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
মতামত দিন