বৃহস্পতিবার (২১ মে) রাত সোয়া ১১টার দিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান সংরক্ষিত আসনের সাবেক এমপি কামরুন্নাহার পুতুল
করোনভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া বগুড়ার সাবেক সংসদ সদস্য বেগম কামরুন্নাহার পুতুলসহ তার পরিবারের তিন সদস্যের কোভিড-১৯ ধরা পড়েছে।
শুক্রবার (২২ মে) সহকারী সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান। এসময় তিনি নতুন করে আরও ২৪ জনের করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবর দেন। যার মধ্যে সাবেক এমপি পুতুল ও পরিবারের তিনজন সদস্যও রয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) রাত সোয়া ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্র জানা গেছে, কয়েকদিন আগে অসুস্থ ছেলেকে দেখতে রাজধানী ঢাকায় গিয়েছিলেন কামরুন্নাহার পুতুল। ফিরে আসার পর থেকেই কয়েকদিন ধরে জ্বর, পেটে সমস্যা ও খাবারে অরুচিজনিত সমস্যায় ভুগছিলেন সাবেক ওই সংসদ সদস্য।
প্রসঙ্গত, আওয়ামী লীগের রাজনীতিতে নামার আগে রূপালী ব্যাংকে চাকরি করতেন কামরুন্নাহার পুতুল। ১৯৯৬ সালে তিনি তৎকালীন বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত সংসদীয় আসনের সদস্য মনোনীত হন। তার স্বামী মরহুম মোস্তাফিজার রহমান পটল ১৯৭৩ সালে বগুড়ার গাবতলী আসনে সংসদ সদস্য হয়েছিলেন।
মতামত দিন